Question
কমিকস বইয়ের বিষয়বস্তু বাংলায় কীভাবে বুঝব?
Asked by: USER3567
41 Viewed
41 Answers
Answer (41)
কমিকস বইয়ের বিষয়বস্তু বাংলায় বোঝার জন্য প্রথমে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখুন। এরপর সংলাপ এবং ক্যাপশনগুলো পড়ার চেষ্টা করুন। যদি কোনো শব্দ বা বাক্যের মানে বুঝতে অসুবিধা হয়, তাহলে ডিকশনারি বা অনলাইন অনুবাদকের সাহায্য নিতে পারেন। কমিকসের প্রেক্ষাপট এবং চরিত্রগুলোর সম্পর্ক বোঝার চেষ্টা করলে গল্পটি বুঝতে সুবিধা হবে।